ডাল গোস্ত

Copy Icon
Twitter Icon
ডাল গোস্ত

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 30 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 2
  • 4 কাপ বোনলেস চিকেন


  • 1 বাটি আদা, রসুন ও টমেটো বাটা


  • 1 চামচ জিরে গুড়ো


  • 1 চামচ ধনে গুড়ো


  • 1 চামচ লঙ্কাগুঁড়ো


  • 2 চামচ হলুদ গুড়ো


  • 2 কাপ ছোলার ডাল


  • 3 টে তেজপাতা


  • 4 টে এলাচ


  • 2 চা চামচ সাজিরে , সামরিচ, ও দারচিনি


  • 6 চা চামচ ঘি


  • 2 চা চামচ সাদা তেল


  • 1 চা চামচ / প্রয়োজন মতো লবন ও চিনি


  • 1 বাটি পেঁয়াজ কুচি

Directions

  • প্রথমে ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।এবার কড়াইতে তেল ও 4 চামচ ঘি দিয়ে পেঁয়াজ ও গোটা গরম মসলা দিয়ে ভেজে নিতে হবে ।
  • এরপর একে একে সমস্ত মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ও প্রয়োজন মতো জল দিয়ে মসলা টা ফুটিয়ে নিতে হবে ।
  • মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে বোনলেস চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।
  • অন্যদিকে প্রেসারকুকারে ছোলার ডাল টা একটু হলুদ গুড়ো ও তেজপাতা দিয়ে 2-3 সিটি দিয়ে নিতে হবে ।
  • এবার চিকেন ভালো করে কষা হয়ে গেলে ডাল টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
  • ডাল ও চিকেন ভালো করে সিদ্ধ হয়ে গেলে ও একটু মাখা মাখা হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে ।ইচ্ছে হলে 1 চা চামচ গোলাপ জল ছড়িয়ে দেওয়া যেতে পারে ।